Thursday, June 30, 2016

প্রকাশের অপেক্ষায় বিশ্বের ক্ষুদ্রতম দৈনিক

রাজশাহী থেকেই প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পূর্ণাঙ্গ দৈনিক সংবাদপত্র। এ খবর সত্যিই অবাক করা। কিন্তু বাস্তবেই হতে চলেছে তা। আগামী দুই থেকে চার মাসের মধ্যে পাঠকের হাতে পৌঁছে যাবে এ দৈনিক।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রকাশিতব্য এ সংবাদপত্রের উদ্যোক্তা কবি ও সাংবাদিক শামীম হোসেন।
তিনি বলেন, দৈর্ঘ্য ও প্রস্থে সংবাদপত্রটি হবে যথাক্রমে ১১ ইঞ্চি ও সাড়ে ৮ ইঞ্চি। চার পৃষ্টার ক্ষুদ্রতম এ সংবাদপত্রটি রাজশাহীতে এ যাবত প্রকাশিত ক্ষুদ্রতম সংবাদপত্র। তার জানা মতে এটি বিশ্বেও ক্ষুদ্রতম সংবাদপত্র।

তিনি আরো বলেন, সংবাদপত্রটির সংবাদ উপস্থাপনা ও সাজসজ্জা কেমন হবে তা নিয়ে কাজ করছে একটি বিশেষজ্ঞ টিম। গতানুগতিক সংবাদ ধারার বাইরে সৃজনশীল সাংবাদিকতা চর্চায় এ উদ্যোগ।
ছাপা কাগজের পাশাপাশি ওই সংবাদপত্রের অনলাইন সংস্ককরণও থাকবে। সংবাদপত্রটির নামও ঠিক করা হয়েছে। তবে এখন তা চমক হিসেবে রেখেই দিচ্ছেন উদ্যোক্তা।

Thursday, June 16, 2016

সমকালের কালের খেয়ায় শিল্প সাহিত্যের ছোটকাগজ নদী’র রিভিউ (মে ১১, ২০১২)

সমকালের কালের খেয়ায় শিল্প সাহিত্যের ছোটকাগজ নদী’র রিভিউ
মে ১১, ২০১২ 




Tuesday, February 2, 2016

পায়রার ঠোঁটে জলপাই পাতায়

পায়রার ঠোঁটে জলপাই পাতায়
 ধরন : যুদ্ধ ও সন্ত্রাসবাদ বিরোধী কবিতা সংকলন
 সম্পাদনা : শামীম হোসেন
 প্রকাশক : নদীপ্রকাশ



 প্রথম প্রকাশ : এপ্রিল ২০০৬, প্রচ্ছদ : সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রকাশস্থান : রাজশাহী.

Sunday, January 31, 2016

কবিকুঞ্জ শ্রদ্ধার্ঘ ও সংবর্ধনা আগামী ০২ ফেব্রুয়ারী

কথা সাহিত্যেরে বরপূত্র আমাদের অহংকার হাসান আজিজুল হক এর ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিকুঞ্জ শ্রদ্ধার্ঘ ও তরুণ কবি ও লেখক হিসেবে কবি শামীম হোসেন কালি ও কলম পুরস্কারে ভূষিত হওয়ায় কবিকুঞ্জ সংবর্ধনা আগামী ০২ ফেব্রুয়ারি ২০১৬। 



স্থান : রাজশাহী সাধারণ গ্রন্থাগার, মিয়াপাড়া
সময়ঃ কবি শামীম হোসেনের সংবর্ধনা ৪.৩০ ও হাসান আজিজুল হক স্যার এর শ্রদ্ধার্ঘ ৫.৩০ 

আপনারা সকলে সবান্ধব আমন্ত্রিত। 

নদীপ্রকাশের প্রথম প্রকাশনা : রক্ত ফুল ভালোবাসা

রক্ত ফুল ভালোবাসা
 ধরন : কবিতা সংকলন
সম্পাদনা : শামীম হোসেন
প্রকাশক : নদীপ্রকাশ



প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০০৬
প্রচ্ছদ : সংগৃহিত
প্রকাশস্থান : রাজশাহী
পৃষ্ঠা : ১৬, মূল্য : ২০ টাকা।

কালি ও কলম পুরস্কার পেলেন কবি শামীম হোসেন

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক ম্যাগাজিন কালি ও কলম প্রবর্তিত ‘কালি ও কলম তরুণ কবি এবং লেখক পুরস্কার-২০১৫’ পেলেন রাজশাহীর কবি শামীম হোসেন। তার রচিত ‘ধানের ধাত্রী’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে এ পুরস্কার পেলেন তিনি। গত ২৯ জানুয়ারি ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

শামীম হোসেন তার মাকে পুরস্কারটি উৎসর্গ করে বলেন, “আমি আরও লিখতে চাই। কবিতার পঙক্তি খোঁজে পেতে চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন।”



কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি দেড় দশকের বেশি সময় ধরে আত্মমগ্ন রয়েছেন কবিতা চর্চায়। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো- বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (কাব্য-২০০৭), পাখি পাখি ভয় (কাব্য-২০১১), উপমাংসের শোভা (কাব্য-২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (কাব্য-২০১৩), ধানের ধাত্রী (কাব্য-২০১৫) এবং এক তুড়ি ছয় বুড়ি (ছড়া-২০০৮)। 

কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘ ১৫ বছর ধরে প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। বর্তমানে তিনি রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ এ সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। এছাড়াও, রাজশাহীর প্রকাশনা সংস্থা "নদী প্রকাশ" এর স্বত্বাধিকারও তিনি। 

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে কবি ও লেখক পুরস্কার দিয়ে আসছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম।