রাজশাহী থেকেই প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পূর্ণাঙ্গ দৈনিক সংবাদপত্র। এ খবর সত্যিই অবাক করা। কিন্তু বাস্তবেই হতে চলেছে তা। আগামী দুই থেকে চার মাসের মধ্যে পাঠকের হাতে পৌঁছে যাবে এ দৈনিক।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রকাশিতব্য এ সংবাদপত্রের উদ্যোক্তা কবি ও সাংবাদিক শামীম হোসেন।
তিনি বলেন, দৈর্ঘ্য ও প্রস্থে সংবাদপত্রটি হবে যথাক্রমে ১১ ইঞ্চি ও সাড়ে ৮ ইঞ্চি। চার পৃষ্টার ক্ষুদ্রতম এ সংবাদপত্রটি রাজশাহীতে এ যাবত প্রকাশিত ক্ষুদ্রতম সংবাদপত্র। তার জানা মতে এটি বিশ্বেও ক্ষুদ্রতম সংবাদপত্র।
তিনি আরো বলেন, সংবাদপত্রটির সংবাদ উপস্থাপনা ও সাজসজ্জা কেমন হবে তা নিয়ে কাজ করছে একটি বিশেষজ্ঞ টিম। গতানুগতিক সংবাদ ধারার বাইরে সৃজনশীল সাংবাদিকতা চর্চায় এ উদ্যোগ।
ছাপা কাগজের পাশাপাশি ওই সংবাদপত্রের অনলাইন সংস্ককরণও থাকবে। সংবাদপত্রটির নামও ঠিক করা হয়েছে। তবে এখন তা চমক হিসেবে রেখেই দিচ্ছেন উদ্যোক্তা।
No comments:
Post a Comment