Sunday, January 31, 2016

কালি ও কলম পুরস্কার পেলেন কবি শামীম হোসেন

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক ম্যাগাজিন কালি ও কলম প্রবর্তিত ‘কালি ও কলম তরুণ কবি এবং লেখক পুরস্কার-২০১৫’ পেলেন রাজশাহীর কবি শামীম হোসেন। তার রচিত ‘ধানের ধাত্রী’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে এ পুরস্কার পেলেন তিনি। গত ২৯ জানুয়ারি ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

শামীম হোসেন তার মাকে পুরস্কারটি উৎসর্গ করে বলেন, “আমি আরও লিখতে চাই। কবিতার পঙক্তি খোঁজে পেতে চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন।”



কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি দেড় দশকের বেশি সময় ধরে আত্মমগ্ন রয়েছেন কবিতা চর্চায়। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো- বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (কাব্য-২০০৭), পাখি পাখি ভয় (কাব্য-২০১১), উপমাংসের শোভা (কাব্য-২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (কাব্য-২০১৩), ধানের ধাত্রী (কাব্য-২০১৫) এবং এক তুড়ি ছয় বুড়ি (ছড়া-২০০৮)। 

কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘ ১৫ বছর ধরে প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। বর্তমানে তিনি রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ এ সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। এছাড়াও, রাজশাহীর প্রকাশনা সংস্থা "নদী প্রকাশ" এর স্বত্বাধিকারও তিনি। 

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে কবি ও লেখক পুরস্কার দিয়ে আসছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম।
 

No comments:

Post a Comment