Sunday, January 31, 2016

কবিকুঞ্জ শ্রদ্ধার্ঘ ও সংবর্ধনা আগামী ০২ ফেব্রুয়ারী

কথা সাহিত্যেরে বরপূত্র আমাদের অহংকার হাসান আজিজুল হক এর ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিকুঞ্জ শ্রদ্ধার্ঘ ও তরুণ কবি ও লেখক হিসেবে কবি শামীম হোসেন কালি ও কলম পুরস্কারে ভূষিত হওয়ায় কবিকুঞ্জ সংবর্ধনা আগামী ০২ ফেব্রুয়ারি ২০১৬। 



স্থান : রাজশাহী সাধারণ গ্রন্থাগার, মিয়াপাড়া
সময়ঃ কবি শামীম হোসেনের সংবর্ধনা ৪.৩০ ও হাসান আজিজুল হক স্যার এর শ্রদ্ধার্ঘ ৫.৩০ 

আপনারা সকলে সবান্ধব আমন্ত্রিত। 

No comments:

Post a Comment